সেই কোন কালে সুদূর অতীত থেকে
    আপন লব্ধ অভিজ্ঞতায় পথ চলে এঁকেবেঁকে
             মুখরিত এক নদী,
              নিরলস নিরবধি
    প্লাবনে প্লাবনে তীরে তীরে দিল উর্বর সভ্যতা
    উৎসমুখের একাকীত্বের ভুলে নিঃসঙ্গতা l


    প্রতি তরঙ্গ স্পন্দনে ছিল স্বপ্ন বাঁধনহারা
    সবার জন্য কাঙ্খিত এক সবুজ বসুন্ধরা
             সব অভিঘাত সয়ে
              সব গুরুভার বয়ে
    প্রানচঞ্চল ব্যাকুল পরশে ছোঁয়ালো জিয়নকাঠি
    শিহরিত হল মিশর সিন্ধু ইনকার মৃত মাটি l


    ক্রমশঃ বাড়ল জনপদ আর স্বার্থের সীমারেখা
    সমান্তরাল দুকুলের মাঝে নদী রয়ে গেল একা
              জিজ্ঞাসা করো যদি
              আজো একটি রক্ত নদী
  কেন বেঁচে থাকে প্রান্তিকভাবে,পায় না ঘামের দাম
    উত্তর দেবে মেহনতিদের খেটে খাওয়া সংগ্রাম ll