মারীর বিধ্বস্ত বুকে মহড়া;হঠাৎ হানা দিয়ে গেলো সশস্ত্র প্লাটুন
কোষমুক্ত তরবারি অজস্র অথচ নীলমনি সেই একটি ময়ান
আজন্ম মৌন আমি সাতে নেই পাঁচে নেই,হাতে লেগে গেলো কিছু খুন
চোখে এলো ময়ানের সদ্য তাজা খুনে রাঙা অস্হি মজ্জা গুর্দা গর্দান l


আমি সেই নাগরিক ক্রমাগত খুঁজে ফিরি দিন আর রাতের খাবার
নিছক তফাতে জ্বলে পুড়ে খাক হয়ে গেছে ফসলের যৌথ খামার
ভাবনার ভিটে খুঁড়ে খুঁড়ে ভাবি ভালো থাক,বেঁচে থাক আমার দোকান
দোকানে দোকানে ঝোলে লুঠ হওয়া পৃথিবীর মাংসল গুর্দা গর্দান l


কলমের কালোস্রাবে ধূম উদগীরণ? অহেতুক এই শব্দ প্রমেহ
রিমের কাফনে ঢাকি মৃত অক্ষর মালা ভরা কবিতার শবদেহ
আজ কাল পরশুর ঝরা তারা বলে যায় নীরবতা খুনের সমান
আমার ছায়ার মতো আমার স্বপনে ভাসে ছিন্নভিন্ন গুর্দা গর্দান l