পূর্বাভাস ব্যক্ত করে আকাশে বাতাসে
ক্ষুদ্র তুচ্ছ ঘাসে কিম্বা দিগন্তের শ্বেতশুভ্র তরঙ্গিত কাশে
উৎসব আসে l
শহরে-নগরে, প্রান্তরে,
স্বতঃস্ফূর্ত ধাবমান জনস্রোত মন্দ্র কলস্বরে
প্রাণবন্ত পৃথিবীর প্রাচীন কৌলিন্য তুলে ধরে
নিত্য নব উচ্ছ্বাসে,ভিন্ন মাত্রায়,
সমাপ্তির শেষ লগ্নে অন্তিম পর্যায়ে
উৎসব সম্মিলিত জীবনের জয়ধ্বনি গায় l
কিন্তু তারপরে...
যে যার মতন ফের নিজ নিজ ঘরে
শামুকের খোলের সংকীর্ণ পরিসরে,
সমস্যার অন্ধকার কবলিত অগনিত মুখ,
বর্ধিত পার্বণ বলে দেয় নেপথ্যে অসুখ ll