সেও একটা যুগ ছিল,
রীতিমত একটা যুদ্ধ করতে হল রবি দগ্ধ সাহিত্যাকাশে একটুকরো মেঘ সঞ্চারিত করতে,
অদম্য লড়াই চললো প্রভাবমুক্ত হওয়ার l
যারা পারলেন,
তৈরী করে নিলেন নিজের পথ l
যারা পারলেন না,
সমালোচনায় ক্রুশবিদ্ধ করলেন তাঁকে l
কবি মৃদু হাসলেন,
দু হাত প্রসারিত করে গ্রহণ করলেন নতুনকে l
ধর্মগ্রন্থ চর্চা ব্যতিরেকে যে প্রসারহীন !


রাবণের নীতি এ যুগের রাম রাজ্যে l
আজও রবি স্বীয় ঔজ্জ্বল্যে ভাস্বর,
তবে
মননে নয় - বড় রাস্তার মাইকে !
সার্বজনীন জীবন চর্চায় নয় - ক্লাবে ক্লাবে রবীন্দ্র জয়ন্তীর হুল্লোড়ে !
আজও তিনি আছেন,
রাস্তার নামে,মেট্রোর থামে,বাসস্ট্যান্ডের হোর্ডিং-এ,
অসংখ্য মূর্তিতে,
আর...
জাতীয় সংগীতে !
তাই,আজ
পূজার ফুলে চাপা পরে যান রবীন্দ্রনাথ !