হতে পারে বোহেমিয়ানের মতো এক অন্ধকার থেকে
অন্য অন্ধকারে
যাতায়াত বারে বারে;তারই আঙ্গুল ধরে যে সমস্ত পথটুকু চেনা
মনে হয় কম নয় চিত্তময় আছে বড় দেনা
তাঁর কাছে;যতটুকু নিঃস্ব হতে পারা যায়,যতটুকু নিঃস্ব হলে পরে
আগুন খারিজ আজ বিতৃষ্ণা মাটির কবরে
নশ্বর অন্তিম প্রহর
তীব্র অভিকর্ষে খোঁজে ভবিতব্য লাশ কাটা ঘর l


এই জন্ম বিদিশার l বিদিশার ক্রোড়ে কুঁড়ি বোনা
কুশাঙ্কুর বিদ্ধ পা'য়ে অথচ এ অবাধ্য চেতনা
হতে পারে শুদ্ধ নয়,মনে হয় রুদ্ধ নয়,কারো কোনো শর্তে ঘেরা নয় এই বিস্তীর্ণ ট্রাপিজ
কালকের মহীরুহ আজকের বীজ
প্রশস্ত ললাটে তার দীর্ঘ হোক আয়ুষ্কাল রেখা l
এই জন্ম জীবনের,জীবনের প্রতি দিয়ে শেষ মুচলেকা
কারোর হৃদয়ে পাওয়া বসতির ঘর
কম কি ! কারোর চোখে আলো ভাস্বর
আজ তারই সম্মতি,রোমাঞ্চ এপথের শেষ
অস্তরাগে
নশ্বর কিছু নেই, কারো যদি কিছু কাজে লাগে
ঠিকানা সফর শেষে দিলাম স্বাক্ষর
চিতায় কবরে নয়, গন্তব্য লাশ কাটা ঘর l