যেখানে আগুন,-দাও হাওয়া,দাও হাওয়া
চুটিয়ে সদলবলে ভুলে নাওয়া-খাওয়া,
কোট-আনকোট বহু কথা হলো ফেরী
মানুষের বুঝতেই লেগে গেল দেরী l


আস্তিনে বল্লম,চঞ্চুর ঠোঁট
কুরুক্ষেত্রে আজ ভোট ভোট ভোট
বাতাসে মড়ক ? বাজে কথা l রনভেরী
মানুষের বুঝতেই লেগে গেল দেরী l


যতদূর চোখ-ঠিক ততদূর ভিড়
বাছা বাছা বিশেষণ,-ভাষা জমে ক্ষীর l
রক্তের দাগ আছে হাতে সকলেরই
মানুষের বুঝতেই লেগে গেল দেরী l


জনতা জনার্দ্দন,ক্লীশে এ প্রবাদ
আসলে তো চাওয়া-পাওয়া ক্ষমতার স্বাদ l
মানুষের ক্ষমতা না ক্ষমতার সিঁড়ি
মানুষের বুঝতেই লেগে গেল দেরী l