আদিগন্ত চরাচরে সহসা আঁধার এল নেমে
   পরাক্রমী দামামার সিংহনিনাদ গেছে থেমে
   কিছুক্ষণ আগে l কেউ ফিরেছে প্রবল উচ্ছ্বাসে
   কেউ নিঃস্ব রিক্ত হাতে,তপ্ত দীর্ঘশ্বাসে,
   কমবেশি সকলেরই সঙ্গে হতাহত,মৃতদেহ
   পরিত্যক্ত যুদ্ধক্ষেত্রে অশনাক্ত একজন কেহ
   নিথর রয়েছে পড়ে ট্রেঞ্চের খানিকটা দূরে
   উর্দ্ধে উন্মীলিত নেত্র স্থানুবৎ দিকশূন্যপূরে,
   আড়চোখে উষ্মার কাঁটাতার,কুটিল ভ্রুকুটি
   মুক্তির দুয়ার খুলে যে নিয়েছে সবেমাত্র ছুটি
   জিজ্ঞাসিল তাঁরেঃ
   কর্কশ কঠোর বজ্রস্বরে,
   " কে তুমি ??????? "
   উত্তর পেল না বধ্যভূমি l


     তখন নতুন সূর্য উদয়ের পথে
     আপন উৎকন্ঠা চেপে বিনয়ের সাথে
     মৃদু আন্তরিকতাপূর্ন ছদ্ম উপহার
      নিয়ে তাঁকে জিজ্ঞাসিল ফের কাঁটাতারঃ
      "কে তুমি ?"


      ঝুটা হোক,তবু তো উষ্ণতা
      নিঃস্পন্দ শবদেহ কয়েছিল কথা
      মাটির দৃঢ়তা নিয়ে আত্মবিশ্বাসে
      প্রত্যুত্তরে বিনম্র স্মিতসম্ভাষেঃ
   "হাজার নিরন্ন প্রানে সুতীব্র অবাধ গতিবিধি
যে মুখে ফোটে নি ভাষা,তাঁদেরই একজন প্রতিনিধি
স্বপ্ন স্থির সাম্যপথে ছুটে চলা,নেই কমা, দাঁড়ি
বিপ্লব আন্দোলিত চোখে গোটা পৃথিবীটা ঘরবাড়ি l"