দেশের মানুষ নাকি,আপামর মানুষের দেশ
সহজে সহজ কথা এখনো না বলা অভ্যেস,
নিভৃতচারীর বেশে ঘটে চলা প্রগলভতায়
অনুপস্থিত তুমি,ফিরে ফিরে খুঁজেছি তোমায় l


খবরের তুমি শুধু নিপাত্তা তোমার খবর
মন্দির,মসজিদ আছে,নেই অবিনশ্বর,
রঙ-বে রঙের মাঝে বলাকার ক্লান্ত ডানায়
আশাহত,বারে বারে ফিরে ফিরে খুঁজেছি তোমায় l


বহুবার এসে গেছি,দেখেছি তোমায় জাহ্নবী
অমলিন সুধা দিয়ে হতশ্রী ম্লান মুখছবি,
পান্থ পথিক এই জীবনের পান্থশালায়
হতবুদ্ধির ভিড়ে ফিরে ফিরে খুঁজেছি তোমায় l


যতবার যতবার এসেছে তোমার চোখে জল
আমায় পেয়েছো কোলে,আদিম এক উশৃঙ্খল,
ধ্বংসের বীজ পুঁতে কী অসীম সম্ভাবনায়
স্থবিরতা ভেঙে চুরে ফিরে ফিরে খুঁজেছি তোমায় l