কী বলবে এই অচল অবস্থাকে
জীবনযাত্রা যখন দুর্বিপাকে
অনেকটা যেন নিজেদেরই জ্ঞাতসারে
ঋণ বেড়ে যায় সমানুপাতিক হারে,
তাই তো আজকে এদেশের এই হাল
স্বপ্নে সুদিন বাস্তবে কঙ্কাল
ছিল প্রস্তাব গড়বার দৃঢ় হাতে
ভেঙে চুরমার স্বার্থের সংঘাতে
পরিনামহীন অদূরদর্শিতায়
কাটে দিন,কাটে সাজানো বক্তৃতায়,
আমরা গুনেছি নিজস্ব লাভক্ষতি
সুমুখে বিপদ ! চেয়েছি অব্যাহতি,
নিরুদ্বিগ্ন ! করে গেছি দলাদলি !
সার্বিকতাকে দিয়েছি জলাঞ্জলি,
ভীরু শিরদাঁড়া আজ্ঞাবহনকারী
বেঁচেছি নিজেকে,দিয়েছি দখলদারি,
পরিনামে ডেকে এনেছি অন্ধকার
লিখেছি নতুন কাহিনী ব্যর্থতার,
দ্রুত কাছাকাছি ঘনিয়েছে দুর্দিন
পাপারাৎজিরা হয়েছে ক্ষমতাসীন !
ফলশ্রুতিতে এদেশ তোমার আমার
প্রাদেশিকতার অধুনা বদ্ধ খামার,
এসেছে সুদিন; সূচক উর্ধ্বগামী
গরম পিৎজা জীবনের চেয়ে দামী !
চেতনাবদ্ধ ধর্মীয় সংহতি,
ঝেড়ে মাথা তোলে বিভেদের রাজনীতি !
কতটা প্রভেদ কথায় এবং কাজে
গনতন্ত্রের মৃত্যুঘন্টা বাজে l
রাজস্থান কি মহারাষ্ট্রের পথে
যারা বিপন্ন,আজ বাঁচে কোনোমতে,
ভারতবর্ষ,আর আর কতকাল
মোহাচ্ছন্ন,দুটাকা কিলোর চাল !
নীতিগতভাবে যারা ছিল অবিচল
সে পথে এগিয়ে আজকে চীন সফল l
আমাদেরও ছিল বিপুল সম্ভাবনা
অথচ ছড়ায় তীব্র বিড়ম্বনা,
ক্ষমতা কেবলই হয়েছে হাতবদল
অচেনা মোড়কে সুচতুর কৌশল
বাক স্বাধীনতা ! সে কথা আজ স্বতন্ত্রঃ
ঘাড়ে নিঃশ্বাস ফেলছে শাসনযন্ত্র,
আজ বিরোধিতা যখন বোতলবন্দি
বাতাসে গোপনে পেয়েছি দুরভিসন্ধি,
পিছে নেই পথ,নেই পথ পিছোবার
তাই আজ চাই আমূল সংস্কার,
যারা আজো আছো,রয়েছো অন্ধ ভক্ত
নুন খেয়ে গুন গেয়ে রও অনাসক্ত,
যদি কাল হও বিচলিত, বিভ্রান্ত
আজ জানালাম আগামীর সিদ্ধান্ত l