সমাজ বন্ধু
                    সৌমেন সেন
চাষী করে চাষ
ফলায় শস্য ভাই,
সেই শস্য খেয়ে মানুষ বাঁচবে তাই ।
ছিঁড়া জামা পড়েছে ঘরে
দর্জি জামা সেলাই করে।
কাঠের জিনিস তৈরি হবে ঘরে
ছুতোর কাঠের জিনিস তৈরী করে।
আসছে পথে কত গাড়ি
রাজ মিস্ত্রী বানায় বাড়ি।
কুমোর কলসি তৈরী করে
কামার লোহার জিনিস গড়ে ।
রোগী সেবা করে নার্স দিদি মনি
রোগী চিকিৎসা করেন ডাক্তার বেনি ।
পিওন চিঠি পৌঁচায় ঘরে
জেলে কাকু মাছ ধরে।
মেথর আসে বার বার
রাস্তা ঘাট তাই পরিসষ্কার ।
চুল কাটে নাপিত দাদু
জুতো মেরামত করে মুচি মাধু।
ট্রাফিক পুলিশ করেন রাস্তা পার
তাই দুর্ঘটনার হয়েছে হ্রাস।
শিইক্ষকমশাই পড়ান মোরে
লেখাপড়া করি ঘরে।