প্রায় চার বছর পর আজ তোমাকে দেখলাম,
বদলে গিয়েছো অনেক ----
দেখলাম আর শিখলাম,
বদলে গিয়েছে তোমার শরীর, তোমার রং।
ছেলের উপর চিৎকারে তে বুঝতে পারলাম
বদলেছে তোমার কথা বলার ঢং।
এখন, শাড়ী টা সামলাতে শিখেছো,
সমাজ কে মানিয়ে সমাজে মিশেছো।
সিঁথির উপর সিঁদুর টানা,
হাতে শাখা, গলায় গয়না।
তেমনটা আজ আর নেই তুমি,
ধ্বংসের অবলীলায় হারিয়েছ যেন ভূমি।
মেনেছো সমাজ, মেনেছো লোকলজ্জা,
বদলেছে চালচলন, বদলেছে সাজসজ্জা।


দেখলাম আর শিখলাম, বাস্তবতা বুঝলাম।


আমি কিন্তু আজও একই আছি জানো?
সেই খামখেয়ালি, সেই অভিমানী
মনে লাগে না তো কোনো হানাহানি।
হাতে সিগারেট আর কলমে চিৎকার
ওই টুকু আজও আমার অধিকার।
বদল বলতে হয়েছি একটু, বাকি কি হয়েছি জানিনা
আগের মতন তোমায় নিয়ে নিশিদিন আর ভাবিনা।


বিদায় বেলায় যেমন কেঁদেছি,
              তেমন করে আর কাঁদি না।


( ব্যাকরণ ও বানান এর ভুল ত্রুটি মার্জনীয় )