তোমার প্রতিবাদের সেলফে থাকে থাকে
দুর্নীতির পুরু আস্তরণ,
তোমার প্রতিরোধের কন্ঠ শ্বাসে
মিথ্যার থোকা থোকা কফ,
তুমি আটকা পরেছ অদৃশ্য খাঁচায়
শৃঙ্খলিত মানবতার কালো গরাদে।
তুমি এখনও প্রতিবাদী প্রতিরোধী
তোমার লেখনীর পাতায় পাতায় নড়বড়ে ধারে।
কিন্তু তুমি কি জানো?
তোমার অবোধ্য কবিতাগুলো রাতের মত আলুথালু
এলোমেলো অগোছালো ভাষা, কবিতার লাইনগুলো
পাক খোলা শক্ত দড়ির মতো।
তোমার মুখে লেপ্টে থাকা মুখোশটি
তোমাকে অস্বীকার করতে পারে,
কিন্তু তাকে এড়িয়ে যাবার সাধ্য তোমার কোথায়।
তাই তোমাকেই বলছি,
একটা বিদ্রোহ কর ঐ কালো মুখোশটার বিরুদ্ধে,
ছুড়ে ফেল তোমার সত্ত্বার রোষানলে
একটা সুস্থ জীবনাভুতির সন্ধানে।।