কতটুকুই বা ঘৃনা ছুড়ে দিতে পারো তুমি আমাকে?
কতটাই বা লুকোতে পারো তুমি নিজেকে?
বড়জোড় যতোটা ধারন কর তুমি তার সবটুকু।
কিন্তু আমি,
ততোটাই সযত্নে সাজাই নিজেকে মাঙ্গলিক উৎসবে
ঠিক যতোটা অবহেলা পেলে আকন্ঠ ডুবে যাই
তোমার সাগ্নিক হৃদয়ে।


আমি বসে আছি ঠায় তোমার দীঘল প্রান্ত ছুয়ে
যদি আস ফিরে হৃদয়ের রাজকোষ
আর পূজার অর্ঘ নিয়ে।