অরণ্যে তুমি সাজালে সৈন্যবাহিনী,
তোমার কাহিনী সাজাও ভরণী,
মরনি মরনি, তুমি তো মরনি
সংকল্পের রাশটা ছাড়নি,
আছো বেঁচে তুমি মনের অন্তরালে।
জাগালে, দেখালে ভারতীয় প্রাণে,
শেখালে, পড়ালে দেশটার মানে,
অমর হলে যে অন্তর্ধান-এ।।।
রক্ত এখনো তপ্ত।
হইনি ,এখনো তৃপ্ত ।।।
ইতিহাস অভিশপ্ত গুপ্ত,
গুপ্ত গল্প সুপ্ত এদেশে,
স্বাধীনতা আনে রক্ত!
সুভাষ কে বোঝা শক্ত। ।।।।।
এদেশে সুভাষ কে বোঝা শক্ত।।।।