ভাষাণ যখন দিয়েই দিবি, গর্ভে কেন নিলি,
উপরে ফেলা শিকড় কী আমি.......
মা, তুই কোথায় ছিলি...??


স্বপ্ন দেখার সেই দশ মাস, পেলাম আমি কোথায়....??
বিরোধিতার জোর ছিল না.....
ছুরি-কাঁচির ব্যথায়....


সাধের খোকা স্হান পেল না, মাতৃক্রোড় আজ ফাঁকা...
খুকির তকমা পেলাম না মা....
এখন আমি একা.....


দোষটা আমার কি বা ছিল, জানান পেলাম না...
বাবা আমার দেখতে কেমন.....??
কেমন ছিল মা.....??


ভ্রুণ বলে কি অপাংতেয়, জন্মের ঠিক নাই....
অসময়ের ফসল বলে.....
আবর্জনায় ঠাঁই......!!


ইচ্ছা পূরণ রইল বাকি, মাতৃগর্ভেই গত.......
জন্ম যদি দিতিস মাগো......
আজ আট মাস হতো.....।।।