রিক্তের বাণী সিক্ত ব্যথায়,  
রুষ্ট মানবজনম,
মানুষের বেশে  শার্দুল সব,
লোলুপ তাদের বদন।
নিপীড়ন আর উৎপীড়নেই,
দিবা-নিশি কেটে যায়,
তৃষ্ণা - ঘৃণা- বুভুক্ষাতেই,
বেঁচে থাকা বড় দায়।
দলিত মানুষ সাহায্য চায়,
কেউ পায়-কেউ বঞ্চিত হয়,
তবুও প্রচার বেড়েই চলে,
রাজনীতির প্রতি দফায় দফায়।
ভেবেছে কি কোনো ধর্মীয় দল,
মন্ত্রী - নেতা!! তারাও বিরল।
নিন্দাবাদের বৃন্দাবনে
এটাই সত্য, সবই অচল....।
বিত্তশালীর দঙষ্ট্রারোষে,
পীষছে যারা আজ,
চুপ থাকাতেই শ্রেয় তারা,
চলছে তাদের কাজ..।
"আচ্ছে দিন" কই গেল ভাই,
কোথায় প্রতিশ্রুতি,  
জয়ের নেশায় মাতাল তারা,
সভ্যতা ধীরগতি..।।
মিত্রতাতে "Mitron"  কোথায়....??
মিত্রাক্ষর... সে তো ছন্দ......
চপশিল্প-হাওয়াই চটি,
দোকান বাজার বন্ধ....।।
ব্রেকডাউন আর লকডাউনে জীবন ওষ্ঠাগত,
লেখনীর ছলে সত্য প্রকাশ,কবির মনে ক্ষত।।