বলি, ব্যর্থতার কি কোনো সংঞ্জা আছে....
আছে কি কোনো ধর্ম....??
ব্যর্থ মানুষ স্হান পায় না,
মৃত্যুমুখী কর্ম।
মিথ্যাচারের অন্তরালে হায়রে ব্যর্থ সমাজ,
নবীন বরণ করবে কারা,
কোথায় মোদের স্বরাজ ...??
আত্মশ্লাঘার ঘূর্ণিপাকে হায়রে মানব জাতি,
কর্কষিত ভঙ্গিমাতে
বিষবৃক্ষের সাথী...।
কল্পদ্রূমের কল্পনাতে মারণসুলভ যজ্ঞ,
ছন্দ পতন সময়কালে
সমাজ সাজে অজ্ঞ...।
বিধির বিধান খন্ডনেতে সমাজ সদা চেষ্ট,
"কলুর বলদ" বাগধারাতেই,
মনুষ্যকূল আজ শ্রেষ্ঠ।