নীলিমায় ঘেরা প্রান্তর, সবুজ ঘাস আকাশের দিকে চেয়ে
আমি পিছন ফিরে তাকিয়ে দেখি আমার দিন দশায় কারো করুণা বেঁচে আছে কিনা
ওপারের শঙ্খচিল যেমন সব নিয়ে বিদায় নিয়েছে
ভাবনাগুলো একে একে পেখম মেলেছে,
আমার কোনো প্রাপ্তি নেই
সমাজবদ্ধ পরিকাঠামো যেভাবে স্মৃতির গহীনে এতদিন বদ্ধ করে রেখেছিল
আজ সংকট সময়ে তারাও ঘর ছেড়ে পালিয়েছে
আমার মধ্যে দারিদ্রতা সীমাবদ্ধ,
তোমার প্রাসাদ প্রমাণ বাড়ির দিকে তাকালে মনে হয়না তুমি বেঁচে আছো
একটা প্রকাণ্ড জ্যোৎস্না আমাকে আর ধরা দেয় না
আমার সবটা জুড়ে এখন পুড়ে যাওয়ার দিন,
পুড়ে গেছে চামড়ার গায়ে লেগে থাকা অজস্র শিরা
ক্রমাগত পুড়ছে শরীর, দাউদাউ করে জ্বলছে সুনিবিড় প্রাকৃতিক বন
আমার কোনো প্রাপ্তি নেই, ছিলনা আগেও কখনো।।