কি করিলে হে তুমি, আমার স্নায়ুতলে বাজে তোমারই ঝঙ্কার
বিষন্ন রাতের মায়ায় লুটায়ে পড়েছে একটি কুসুম
কেনো ফেলিলে আত্ম অমৃতসুধা মোর জীর্ণ জীবনের আঙ্গিকে?,
শীর্ণ মাথায় কেনো রাখিলে তোমার বেদনাময়ী হাত
অপর পাশে গঙ্গা যমুনার জোয়ার স্নানায়িত এব নীলাভ আভায়
অভয় কেনো দিলে হে নির্ভীক, কেনো হানিলে এ দেহে পাষণ্ডের তেজ?
মম ললাটে বিকশিত তব শোভন শ্যামল সূর্য
প্রতিনিয়ত আনিছে টেনে, তীব্র তেজ করিছে বর্ষণ
ঈষৎ নুয়েছে প্রান্তর বুঝি দেখা পাবে বলেই
আগুনের লেলিহান বর্জনে কেনো তারা অনুরাগী হলো হটাত,
তোমায় দেখবে বলে জানান দিল অচিরের আলো
ভ্রূণের সমষ্টি আমি, হাজার বছর শান্ত আছি ভাটার গহীনে
আমায় আর কে বেদনা দেবে?,
আমি নির্ভীক, অস্ত্রহীন, আমি অ- জান্মিক কৃতদাস
আমার জন্ম নেই, সত্তা নেই, নেই কোনো সমৃদ্ধ বালুচর
যার অন্তরের ভালোবাসার দাবানল জ্বলছে