এই গুবাক চন্দ্রমাস যেভাবে আমায় গিলছে রোজ
হতচকিত হয়ে যে মেঘ করেছে মনের অন্তঃস্থলে
নিতান্তই অপ্রতুল চেতনায় উদ্বুদ্ধ কিছু মুখ যেভাবে ভুলতে বসেছে আমায়,
তাদের কাছে আমার নাম বলে কিছু নেই
আমার পরিচয় যা ছিল এই মহাসমাজে, তার একটি কনাও আমাকে চেনেনা
নশ্বর দেহে বিদ্যমান স্নায়ুতন্ত্র ক্রমশ বিকল হচ্ছে
একটা সুনিবিড় ভালোবাসাময় উদ্যান থেকে ধেয়ে আসছে অবহেলার মেঠো সুর
তবুও এই নশ্বর দেহ, এই নশ্বর চাওয়া আজও একটা নির্দিষ্ট হৃদয়ের খোঁজে
সে এক নামহারা বলহীনা, আমার চেতনার উন্মেষ লগ্নের প্রচেতক
অচেতন সে এক নিবিড় অরণ্য সমান ছড়ানো করতল,
মণিকোঠায় বেজে ওঠা সে এক অদম্য সাহসী নারী
নশ্বরের বস্ত্রে সে এক বিরাট পাহাড় প্রমাণ যন্ত্রণা সহ্য করা বৃক্ষ
সে একলক্ষ বছরের আমারই সত্তা, আমার নশ্বর চাওয়া।।