শহীদের রক্তে ভেজা ঢাকার রাজপথ ..
মাতৃভাষার দাবিতে প্রাণের আহুতি ,
ছলছল করে ওঠে বাংলা মায়ের চোখ ,
গর্বে ভরে ওঠে আপামর বাঙালীর বুক ,
পদ্মা মেঘনা আর ভাগীরথীর মানুষ ,
একসুরে গেয়ে ওঠে বাংলার মাটি বাংলার জল ..
একুশে ফেব্রুয়ারী অমর হয়ে হৃদিকাননে ঠাঁই পায় ,
দুই বাংলায় লাল গোলাপের পাপড়িতে ভাষা দিবস
উদযাপন হয় , রফিক সালাম বরকত জব্বার আকাশের ওপার থেকে অবিরত দেখতে থাকেন
তাঁদের সোনার বাংলাকে আর গাইতে থাকেন
" আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি
চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে , ও মা আমার প্রাণে বাজায় বাঁশি ......."