ভাষায় লাল গোলাপ ফুটেছিল
সেদিন একদল পাগল বাঙালি জুটেছিল ..
প্রানের বিনিময়ে অক্ষত রেখেছিল ভাষার সম্মান
ঢাকার রাজপথে বিসর্জিত হয়েছিল কতগুলো অমূল্য প্রাণ ...
সেই ২১ শে ফেব্রুয়ারী অমর হয়ে গেল ,
বাংলা ভাষা গোটা পৃথিবীতে তার মর্যাদা পেল ।


তবু আজ চলনে বলনে হিন্দির রমরমা ,
ইংরেজি না শিখলে চাকরিতে নেই ক্ষমা ।
বাংলার নেই সম্মান আজ খোদ বাঙালির কাছে
মাধ্যম তাই ইংরেজি আজ বাংলা পিছিয়ে গেছে ।


তাই বাঙালি জেগে ওঠো আজ এই ক্ষনে মনে প্রানে ,
সর্বক্ষেত্রে বাংলাকে আনো অঙ্কে বিজ্ঞানে ,
এ ভাষাও ভাই সুমহান আর নানাদিকে সমৃদ্ধ ,
এই ভাষাতেও রচো না গণিত প্রযুক্তি হোক ঋদ্ধ ।