আমি বহুদিন থিতু হয়ে আছি ,
বন্ধ ঘরে বদ্ধ হয়ে ছদ্মবেশে ,
আমি গেঁথে গেছি
বৃক্ষের মত ,
মাটির পরে অনাক্ষেপে অক্লেষে ,
ছিন্ন বীনার ভিন্ন তারে জীর্ণ মন ,
অভিযোগ নেই আসক্তি নেই আর এখন ,
কালক্ষেপে জরাগ্রস্ত আজও হইনি ,
কালক্ষয়ের ভয় কখনো ধরা দেয়নি .
চিরকুটে দাগ পড়েনি হয়েছে বহুদিন ,
আজও মনে কবিতা রয়েছে অম্লান অমলিন .