এই মাঠ ঘাট জঙ্গল কতটা পুরনো
যতটা পুরনো জনতার কোলাহল  
আজও ঘুরে বেড়ায় শাপিত অশ্বত্থামা..
বেরিয়ে পড়ে দ্বাপরের হলাহল..


এই সভ্যতা অনেক পুরনো
যতটা পুরনো মহেঞ্জোদারো
তার থেকেও বোধহয় আরো যেহেতু
শতসহস্র বর্ষ জেগে আছে রামসেতু ..


পৌরাণিক সব চরিত্র কাল্পনিক বলা ভুল
আস্থা কিংবা বিশ্বাসে কিছু প্রামাণ্য লুকিয়ে থাকে।
ধর্ম নয় সংস্কৃতির সাথে দেশ জড়িয়ে থাকে..
ধর্ম মানুষকে ধারণ করে থাকে কিন্তু
মানুষ সংস্কৃতিকে বহন করে চলুক...