হে বিধাতা সমুদ্র করো
বালির মরুভূমি ,
নয়তো আমার ছলকিত চোখ ,
পাথর করো তুমি !


তোমাকে কখনো দেখিনি ,
শুধুই করেছি অনুভব ;
কখনো এসো আমার কাছে
হয়ে গিয়ে এক বাস্তব ,


কিছু আর নেই প্রয়োজন ,
পায়ের মাপে চাদর দিও ;
নয়তো আমার ছলকিত চোখ
পাথর করে দিও !
===============


গজলের ভাবাশ্রয়ী কবিতা
(  Aye khuda ret ke sehara ko samandar kar de by jagjit singh)