জীবনে অনর্থক ছুটে বেড়ানো,
কখনো নিজের জন্য
কখনো পরের উদ্দেশ্য সাধনে,
গোলাপের মত রূপ আর সুরভি ছড়ানো,
ঘোড়ার মত ধাবমান জীবন,
গাধার মত বোঝা বয়ে যাওয়া।
চাবির মত দম দেওয়া জীবন --
অনন্ত প্রকৃতির মধ্যে সীমায়িত জীবন।
লক্ষ্য আর উদ্দেশ্য ক্ষণে ক্ষণে বদলে যায়।