কবিদের মানুষ বলে ভাববেন না ,
কবিরা অন্য সম্প্রদায়ের ,
ওরা কাল্পনিক রক্ত মাংসের ,
আকাশ , ফুল আর প্রজাপতির জাত কবিরা ,
ওরা চাঁদের দুঃখ কষ্টেও ব্যথিত হয় যে ,
ইঁট কাঠ পাথর সবার অনুভূতি সঞ্চারিত
হয় কবির অন্তরে , মানুষেরা কি কখনো
কবি হয় দেখেছেন ? ওরা গতানুগতিক
জীবনে অভ্যস্ত , রোজগার করে আর টাকা
গোনে , আর কবিদের প্রজাতি গাছের পাতা
আর আকাশের তারা গোনে ।
খুব হাসি পাচ্ছে না আমার কথা শুনে ?
কবিরা মাঝে মাঝে অকারণে দুঃখ পায় ।
অকারণে খুশি হয়ে যায় , প্রেমে পড়ে শনির
বলয়ের , কবিরা কি কখনো মানুষ হতে পারে
বলুন তো ? নদী , সমুদ্র , পাহাড়ের হাসি যে
শুনতে পায় সে কি মানুষ ?
কবিরা অন্য সম্প্রদায়ের গো , যেমন ধরুন
....কি বলে বোঝাব ...বাতাস ... পাখি ..
যাদের দেশ কাল ধর্ম এগুলোর কোনো
বাধা থাকে না , আগেই বললাম না যে কবিরা
মানুষ নয় !