কিছু এঁদো কথা কবিতা হতে চায় ,
আটকে পড়ে উন্নাসিকতার ঘেরাটোপে ,
আজানুলম্বিত ইচ্ছারা মন থেকে
বেরিয়ে পড়ে এদিক ওদিক ,
কবিতারা অনিশ্চয়তার মানসিকতায়
নিষিক্ত হতে থাকে অনিচ্ছার চারণভূমিতে ।
কথারা বিদ্রোহী হয়ে সঙ্গ দেয় না ,
স্বপ্নেরা তবু রণে ভঙ্গ দেয় না ,
তাই বোধহয় কবিতারা জন্মায় স্বপ্নিল
রোদ্দুরের রামধনু রঙে সবুজ ঘাসের গালিচায় ।