সারাদিন ঘরে বসে
নেই কোন কাজ ,
মাঝে মাঝে টিভি খোলা
কি খবর আজ ,
কোথায় যে কতজন হলো আক্রান্ত
কেন এ ভাইরাস এলো ,
কার এ চক্রান্ত ,
চুলকে চুলকে মাথা হয়ে যায় ফাঁকা
সময় থমকে থাকে লাগে বড় একা ,
মাঝে মাঝে একে ওকে করে ফেলি ফোন
হাবিজাবি কথা বলি আছেন কেমন
হোয়াটসঅ্যাপ ফেসবুক আর স্টারমেকার ,
বুঝতে দেয় না এখন আমি বেকার ৷
কখনও-সখনও কাজে চলে যাই বাজার ,
বড় বড় ব্যাগে জিনিস বোঝাই হাজার ,
বিশ্বে এখন দেখি সকলেই অসহায় ,
করোনা ভাইরাস কাড়ে কত প্রাণ হায় ,
চীনেতে জন্ম যার উহান প্রদেশে ,
সেই ভাইরাস ছড়িয়ে পড়েছে আজ দেশে দেশে,
যার প্রকোপে উজাড় হয়েছে আমেরিকা ইটালি ,
মফস্বলে শহর গ্রামে আতঙ্ক রয়েছে খালি,
এই ভাইরাস মিলিয়ে দিয়েছে বিপক্ষ রাজনীতি
বিপদে সবাই এক হয়েছে বিরোধ হয়েছে ইতি,
লকডাউন এ আকাশ বাতাস হয়েছে পরিষ্কার
দূষণমুক্ত পরিবেশ আজ করোনার পুরস্কার ,
এই জীবাণুর ও একদিন হয়ে যাবে নিকেশ .
সমবন্টন সমমর্যাদা পাবে সবগুলো দেশ ৷