শুঁয়োপোকায় লেপ্টে থাকে প্রজাপতির প্রাণ ,
জোনাকির মত অম্লান হয়ে ওঠে না ,
মরূদ্যানে জন্মানো কন্টকিত ক্যাকটাস ,
গোলাপের মত সুরভিত হয়ে ফোটে না ।
ফুটপাথে লালিত অবহেলিত মানব শৈশব
ভালোমন্দ খাবার তাদের জোটে না ।
ভিজে কাগজে লেখা প্রেমের ফরমান
শেষ বিকেলের স্মৃতি হয়েই থেকে যায়
কখনো রঙীন যৌবনের ঘোড়া হয়ে ছোটে না ।