দেখা গেল না কোনো প্রিয় মুখ ,
আপনার ছাড়া কেউ এল না
দু জোড়া চোখ দেখতে |
এদিকে সূর্যস্নান সেরে
শুধুই আলোর জন্য জবাকুসুমসঙ্কাসং ,
যারা অর্ঘ্য দেয় তারাই রাজানুগ্রহের
অধিকারী ,
বাকিরা সব হাবেথে , বন্ধুবাৎসল্য
পাওয়ার যোগ্য নয় ,
এইজন্যই মেখে নিতে হয়
অবহেলার প্রতিষেধক ,
জোনাকির আলো ধুয়ে দেয়
অভিমানের সংক্রমণ ,
মিশে যেতে হয় আত্মকেন্দ্রিকতার
বিপরীত স্রোতে , তাতিয়ে নিতে হয়
মানসিক অনিচ্ছার প্রকৃত প্রবৃত্তিকে |
জানিয়ে দিতে হয় বিশ্বজগতকে
আমার মন যা চায় তাই ঠিক ,
বাকি সব কিছু নিরর্থক  ...