সুখ যেন শুধুই লেপের তলার ওমে..
পৃথিবীর বুকে ভোর থেকেই শিশির ঝরে নিরুত্তপ্ত,
নেভা চাঁদের অস্ত যাওয়ায়
রাতের অস্তিত্বলোপ,
সকালের অ্যালার্মে ঘুমের পঞ্চত্বপ্রাপ্তি
ঘুরে ঘুরে সারাদিন শান্তি নামে সান্ধ্য বিশ্রামে।
ট্রেন বাসের ঝক্কি সামলে নিশ্চিন্ত মনন,
ফুল পাখি প্রজাপতিদের জীবনচক্র অনেক ভালো।
ঘুমেই অনেক গভীরতা ভ্রমনযোগ্য হয়,
নৈর্ব্যক্তিক স্বপ্নময় দুনিয়া এই নিদ্রাজগৎ
স্বপ্নান্তরাল কোনো এক ব্রহ্মাণ্ডে তখন
শ্রীকান্তর সাথে সৌম্যকান্তির প্লেব্যাক রেকর্ডিং ।