আকাশ কখনো জানেনা
তারারা কখন খসে পড়ে
গাছ কখনো বোঝে না
পাতারা কখন ঝরে পড়ে
দেহের বোঝার সাধ্য কি
মনের হদিস তার কোথায়?
নদী কখনো বলতে পারে
কোথায় শুরু শেষ কোথায়?
পাখিরা সব ডানা মেলে
উড়ে বেড়ায় অন্তহীন
তাদের ও তো বাসা থাকে
তরুশাখায় অমলিন,
কাঠামোটার কদর আছে
যতদিন এই প্রাণবায়ু,
দেহতরু মাটিতে মিলায়
ফুরায় যখন দেহের আয়ু...