এখনও থিতু হতে পারিনি ,
তোর উজ্জ্বল চোখের দৃষ্টি ;
আমাকে অপলক চাহনী শেখাতে আসে ,
অথচ জীবনে সেই কল্লোল কোথায় ?
নির্মোক শামুকের মত খোলসবদ্ধ হয়েছি ,
বাইরের কৌতূহল কৌতুক করে ,
তামাশার শিকার আর হতে চাই না !
তাই অবকাশে সব ভুলে যেতে চাই ,
যুক্তির ইঁট সাজিয়ে বানাই অজুহাতের ঘর !
দার্শনিক কিংবা বুদ্ধিজীবি মনে হয় নিজেকে ,
শূন্য দৃষ্টিতে ভাবুক মন কি যেন খুঁজে বেড়ায় !
স্বপ্নরা কৃষ্ণগহ্বরে বিলীন হয়ে যায় ...
মনের আকাশ কোনোদিন মেঘমুক্ত হয় না ,
অভিমানের বারিধারা তাই তো আর ঝরবে না ।
হৃদয়টা আজ বদলে কৃত্রিম হৃদয় বসিয়ে নেওয়াই শ্রেয় ।