চারুলতা তোমার হালকা হাসি ,
গালের পাশে সজ্জিত কেশরাশি ,
ফরসা মুখে সূর্যকিরণ প'ড়ে ,
টানে আমায় অতীত গহ্বরে ;


চারুলতা সেই উদাসী সময়ে ,
ঘেঁটে নিই যত রোমান্টিক মুহূর্ত ;
কনক তোমায় বেসেছিলাম ভালো,
সেই সে প্রেমের ছিল না তো কোনো শর্ত ?


চারুলতা তুমি স্বাধীনচেতা নারী ,
আমিও এক উদারহৃদয় কবি ;
তোমাকে দেখে ভাবতেই কিছু পারি ,
তোমার মুখে দেখি যে তার ছবি ।


আজকে আমি থিতু যে সংসারী ,
জলের মতই অমলিন সব দিন ;
কনক তুমিও সুখে থাকা এক নারী ,
স্বাভাবিক তাই এ জীবন হোক রঙিন ।


চারুলতা তুমি স্মৃতির স্বচ্ছ আয়না ,
জগতের কোনো কপটতা নেই তাতে ,
আমি দেখি আর চাই চিরটাকাল,
তোমরা থাকো সুখের কোমল প্রপাতে ।