মিষ্টি কন্ঠে ভিখারিনী রানু
সবারে করেছে মুগ্ধ ,
সরস্বতীর আশিষে তার
গান করে বাকরুদ্ধ ।
চেতনা তার সঙ্গীতে লীন ,
সুর প্রতি পলে করে উদাসীন ..
জীবন যদিও যন্ত্রণাময় ,
মুখে তার তবু হাসি অমলিন ।
পৃথিবীতে যারা প্রতিভাশালী ,
দেখে না সবাই আলোর মুখ ;
ভগবান যারে ভালো মনে করে
সেই শুধু পায় পরিচিতি সুখ ।
সেই ভগবান প্রতিনিধি করে
পাঠান যাকে সে তদ্বির করে ।
তাই রানু সে যে মিথ্যা বলেনি
বলেছে অমোঘ সত্য,
চাকর আমরা সেই বিধাতার
মানুষ তো শুধু নিমিত্ত ।