আগুন জ্বালাতে হয় চকমকি পাথরে
সে আগুনের দীপ্তি দেখার মত ‚
শুশুকের চাউনিতে ঘিরে আসে বিস্তৃত স্থলভূমি
নোনা জলের চেতনা মুগ্ধকর হয় না আর ‚
চেতনা আর প্রেরণায় বিস্তর ফারাক হচ্ছে আজকাল ‚
সিংহশাবকের আচরণে হরিণের প্রতিফলন কেন?
জলের দর্পণে প্রতিফলন দেখা ভালো মাঝে মাঝে ।
স্বকীয়তাই মানুষকে বাঁচিয়ে রাখে ‚ প্রতিষ্ঠা দেয় ‚
স্বীয় কীর্তি আপনাকে মনে করাবে ‚ অনুপ্রেরণা দুদিনের।