তোমার কবিতা স্মারক আনে ,
আমার কবিতা স্বপ্ন দেখে
গান করে মনে মনে ;
তোমার কবিতা খ্যাতিমান হয় ,
প্রচারমুখর নেশায় ;
আমার কবিতা শুধু সুখ খোঁজে ,
ব্যর্থ প্রেমের আশায় ;
তোমার কবিতা অর্থ খোঁজে খোঁজে প্রতিপত্তি ,
আমার কবিতা আমার রসদ আমারই সম্পত্তি ;
তোমার কবিতা শুধুই খোঁজে সভা আর লোকজন, আমার কবিতা অন্ধকারে হতে চায় নির্জন;
তোমার কবিতা ছন্দবিহীন হতে চায় আধুনিক,
আমার কবিতা ছন্দের তানে হয়ে যায় ঝিকমিক ;
তোমার কবিতা বাস্তব থেকে হয়ে যায় অশ্লীল ,
আমার কবিতা স্বপ্নের রঙে হতে চায় ঝিলমিল ;
তোমার কবিতা প্রশংসা সুখে হতে চায় চিরসুখী ,
আমার কবিতা পরিবার খুঁজে হয়ে যায় গৃহমুখী ;
তোমার কবিতা আমার কবিতা থাকুক মিলেমিশে ,
সাহিত্যেরই দিগন্তে আজ ছন্দের রঙে হেসে ৷