তুমি কবি তুমি বিদ্রোহী
তুমি মহামিলনের ফুল,
কাণ্ডারী তুমি সম্প্রদায়ের
তুমি কবি নজরুল ‚
যুগের আগল পেরিয়ে তুমি
আজ তবু যুগাতীত ‚
বুলবুল তুমি হিন্দ বাগিচায় ‚
যার বসন্তে নেই শীত।
গোবিন্দ তব কত গানে আসে
আসে আমিনার কথা ‚
সুরে ও বানীর কথায় কথায়
অধীনতার ব্যথা ‚
দুন্দুভি আর ঢাকের শব্দে
ধ্বনিত তুমি হে কবি ‚
কৃষ্ণ কালী ব্রহ্মা ও আছে ‚
আছেন সেথায় নবী।
খেজুরপাতার নূপুর বাজিয়ে
আরবি ঘোড়ায় সওয়ার বুঝি ‚
বাদশাজাদাই নিজেকে ভেবে
মরীচিকায় তোমায় খুঁজি।
বাংলা ভাষার রুদ্র কবি
দুখু মিঞা নজরুল ‚
তোমার স্মরণে তোমার চরণে
আমার কাব্যফুল।