ওগো এলো চুলের শ্যামবর্ণা সোনার মেয়ে।
পাগল হতে চাই আমি তোমার ঐ আঁখির পানে চেয়ে।।


প্রাণ জুড়াবো চোখ জুড়াবো তোমার ঐ ভেজা চুলের গন্ধে।
চায়ের কাপে ঠোঁট ভেজাবো চিবুক ছোয়া চুমুকে।।


হাত ছড়িয়ে দাঁড়িয়ে দূরে আতর মেখে বুঁকে।
কাঁদাবো তোমায় ঝাল মুড়ি আর তেতুল গোলা টকে।।


দুর্বোধ্য কবিতা পড়ে গল্প ফাঁদবো ফাঁকে।
রাজকন্যে আর রাজপুত্তুর তেপান্তরের মাঠে।।


আঙুলে আঙুল দিয়ে ঠোকর দেব মিছে।
অবোধ্য ইশারায় ডেকে নেব শক্ত বুকের কাছে।।


ঘুমের ঘোরে মধ্য রাতে বালিশ গুজে পিঠে।
ভিজিয়ে দেব কপাল খানা আবেগি ঠোঁটের স্পর্শে।।


বাসবো ভালো রাখবো ভালো হৃদয় দিয়ে বেঁধে।
শেষ দিনেতেও কবিতা লিখবো তোমার ঐ বাঁকা চোখের লোভে।।