একটা কবিতা লিখবো ভেবেছিলাম,
তোমাকে নিয়ে,
হ্যাঁ তোমাকে নিয়েই প্রিয়তমা ।


একটা দূরন্ত ঝড় সামলে নেব ভেবেছিলাম,
ভেবেছিলাম একটা দানবী সুমামিকে থামিয়ে দেব এক নিমেষে।
ভেবেছিলাম একটা ভয়ংকর অগ্নুৎপাত শান্ত করে দেব,
ভয়ানক হিমানী সম্প্রপাত আটকে দেব পাহাড়ের বুকে।


একটা জ্বলন্ত উউল্কাপিণ্ড বুকে ধারণ করব।।
তোমার জন্যেই প্রিয়তমা,
শুধু তোমারই জন্য।


ভেবেছিলাম,
এক পৃথিবী ভালোবাসবো,
এক সমুদ্র আবেগে ভাসাবো। 
এক আকাশ সোহাগ দেব,
মেঘভাঙ্গা বৃষ্টির মত কাদাবো।
তপ্ত সাহারার মতো পোড়াবো,
মুহূর্তেই শান্ত করে দেব তুষার ঝড়ে।


হ্যাঁ ভেবেছিলাম,
তোমারই জন্যেই প্রিয়তমা।
শুধু তোমার জন্য।


ভেবেছিলাম,
অরন্যের পাতা ঝরা ছন্দে নাচাবো,
পূবালী হাওয়ায় গন্ধে তোমায় ভাসাবো।
পাখির কলতানে মিশিয়ে দেব তোমার গান,
জোনাকির আলো জ্বেলে বিবাগী করবো।
গোধূলির আলোয় স্নান করাবো,
উষার স্নিগ্ধতায় তোমায় সাজাবো।
ময়ুরের পালক খোঁপায় দেব গুজে ,
শরতের নীল আকাশ এনে দেব তোমার পায়ের কাছে।


হ্যাঁ ভেবেছিলাম,
তোমারই জন্যেই প্রিয়তমা।
শুধু তোমার জন্যেই ভেবেছিলাম।


ভাবনাগুলি ভাবনাতেই আটকে রইলো।
এখানো ভাবি আমি প্রিয়ে।
দিনের আলোয় আটকে থাকা স্বপ্নে,
অথবা নির্ঘুম রাত্রি শেষে।
জানিনা কবে শেষ হবে!
হয়তো বা,
স্বপ্ন গুলি পোড়া হৃদয়েই আটকে রবে।।