প্রিয়ে, একদিন বৃষ্টির সন্ধানে বের হবো।
দুজনে মিলে সাহারায়।।


পঁচিশ বছর শেষে,
যদি দেখা পাই সে বৃস্টির,
তবে ভেসে যাবো দুজনে।
হড়পা বানে।


অথবা,
হাত ধরবো তোমার,
পঁচিশ বছরের ক্লান্তি হবে দূর।


দুজনে মিলে,
ভিজবো বরসায়।।
গাইবো গান,
বেসুরো গলায়।
নাচবো উদ্যম,
কাদা কাদা করে দেব,
বালুর সাহারা।।


আর মধ্যিখানের পঁচিশটা বছর,
আমি মরুদ্যান হব।
পিপাসা মেটাবো তোমার,
ভালোবাসায়।
ক্লান্তি ঘোচাব স্নেহে...


বালির ঝড় দিয়ে বানাবো জীর্ণ শাড়ি।
বালির স্তুপ করে বানাবো ছোট্ট কুড়ে।
আর বালির উপর তোমার ছায়া ঘিরে,
দাগ কেটে আঁকবো অজান্তা ইলোরার গুহা চিত্র।।
হাজার বছর বাদে, প্রেমিক প্রেমিকারা
দেখতে আসবে আমাদের ভালোবাসার স্মারক।
তোমার নামে লিখে রাখবো অশোক লিপি,
পাঠোদ্ধার করতে কেটে যাবে অনেক গুলো যুগ।।


সভ্যতা দেখবে,
আধুনিক দুটি মানব মানবি কিভাবে বন্য হয়ে যায়।
প্রেমের জন্য ছিকল ছিড়তে পারে,
প্রেমের জন্য ঘর বাঁধে ক্যাকটাসের অরন্যে।
হায়নাকে পোশ মানায়,
আর বৃস্টির জন্য অপেক্ষা করে অগনিত বছর।।