তুমি ফুল হতে পারো যদি,
কিম্বা ঢেউ হারা নদী।
সাতরে পার হব আমি,
যোজন যোজন দূর,
তোমার ওই আখির সমুদ্দুর।


তুমি চাঁদ হতে পারো যদি,
কিম্বা নীড় হারা পাখি।
কাটিয়ে দেব আমি,
কোটি কোটি বছর,
তোমার ওই শূন্য বুকের ভিতর ।


তুমি বাতাস হতে পারো যদি,
কিম্বা কোন এক স্বছ দীঘির পদ্ম ।  
ব্যাথিত হব আমি,
তোমার কাটায় কাটায়,
সর্প হয়ে থাকব আমি তোমারই পাহারায়।


তুমি শ্রাবণ হতে পারো যদি,
কিম্বা বাদল ঘন কালো মেঘ।
ভিজে যাব আমি বরসায়,
তোমার প্রেমে হব বানভাসি,
হারিয়ে আমি, তোমারই দীপান্তরবাসী।