আজকের সুন্দর সকালে,
আজকের সোনাঝরা বিকেলে।
আজকের তারাখসা রাতে,
ভোরের কুয়াশা মাখা নরম তুলিতে।
তোমার একটা ছবি আঁকতে বসেছি প্রিয়তমা।।
লাল আলোর আবিরে,
দূর্বা ঘাসের শিশির ভেজা ক্যানভাসে।
রঙিন একটা পোট্রেট।।


সামনে আছো বসে,
সূর্যটাকে আড়াল করে।
জেগে উঠছো ধীরে ধীরে,
হৃদয়ের শীতল বাতায়নে।
রামধনুর সাতটি রংএর আবহে,
নীর্জন নদীতীরে।
ঘাটে বাধা ডিঙিটির উপরে,
পা দুটি ভিজিয়ে জলে।
কুয়াশার চাদরে অঙ্গ ঢেকে,
আবছায়া অন্ধকারে।
জ্যোৎসনার মিলিয়ে যাওয়া চাঁদে,
দূরে বেজে ওঠা বাসরীর সুরে।
গাংশালিকের কিচিরমিচিরে,
মাধবিলতা খোঁপাতে জড়িয়ে।
আবেগি ঠোঁটের কামড়ে,
লাবণ্যময়ী; তোমার ছবি আঁকছি আমি,
অনুভূতির রংতুলি দিয়ে।।


তোমার জন্যই মেঘলা আকাশ,
তোমার জন্যই রোদেলা বাতাস।
তোমার জন্যই অশান্ত দিন রাত,
তোমার জন্যই এই শিশির ভেজা ক্যানভাস।
তোমার জন্যই আজ অকালে কোকিল ডেকেছে,
তোমার জন্য গ্রীষ্ম আজ ঋতুরাজ বসন্ত সেঁজেছে।
তোমার জন্যই শেষ রাতে জেগে আছে আধখানা চাঁদ,
তোমার জন্যই নিশুতি রাতের এই মায়ার ফাঁদ।
তোমার জন্যই রাত শেষের আগেই আনাগোনা পাখির,
তোমার জন্যই ঘুম হারিয়েছে বট গাছে বসা নিশাচরীর।
তোমার জন্যই প্রকৃতি সেঁজেছে আজ,
তোমার জন্যই বাতাসে শিউলি ফুলের সুভাস।
তোমার জন্যই এই সুন্দর সকাল,
তোমার জন্য শুভেচ্ছা অনন্তকাল।
তোমার জন্যই রূপকথার রাজা আজ মুকুটহীন,
তোমাকে জানাই শুভ জন্মদিন।


এই দিনে তুমি জন্মেছিলে বলে,
ফুল ফুটেছে অজস্র কাটার বনে।
পাঁকের মাঝে হাজার আলো দিয়েছে পদ্মরাগ,
শুকনো গাছটায় ফুটেছে আজ শেষ গোলাপ।
জোনাকীরা দীর্ঘ রাত্রী শেষে সবে জ্বেলেছে আলো,
সাওতাল রমনীর প্রভাতিতে জগৎ হারিয়েছে সব কালো।
বাতাসে ছড়িয়ে আজ চন্দনের ঘ্রাণ,
দেবতারা বুঝি এসেছে জানাতে তোমায় অভিনন্দন।
শুভ জন্মদিন তোমার প্রিয়তমা,
শুভ হোক এই পৃথিবীর সমস্ত রাত্রি জাগা। 


আজ তোমার জন্মদিন বলে,
রাখাল উঠেছে কাক ভোরে।
ভাটিয়ালি বেজেছে তার সূরে,
মাঝিরা দল বেধে চলেছে সমুদ্র অভিযানে।
শহুরে ছেলেটাও আজ প্রথম মেতেছে রাবিন্দ্র সঙ্গিতে,
এই নিশুতি রাতে আমার ক্যানভাসটা রঙেছে তোমার মিস্টি হাসিতে।


সবাই অনেক দিয়েছে,
প্রকৃতিও অপরূপ সেজেছে।
আমি আর কি দিই বলো,
কল্পনার আধারের এই ক্যানভাসটা তোমার হলো।
শুভেচ্ছা তোমায় হাজার,
এই নাও; আমার অগোছালো কবিতাটাও তোমার।


বার বার আসুক ফিরে এই দিনটি,
তোমার হাসিতে ভরে উঠুক মরা নদীটি।
তোমার খুশীতে তুষার পড়ুক আসমুদ্রহিমাচলে,
তোমার বেদনায় রক্ত ঝরূক দেবতার পায়ে।
তোমার রুপে সাগর উঠুক কেঁপে,
তোমার মনখারাপের রাতে ধস নামুক পাহাড়ের বুকে।
তোমার স্বপ্ন গুলি রামধনু রঙে উঠুক সেঁজে,
আমার বিচ্ছেদ লেখা হোক তোমার একফোঁটা অশ্রুতে।
আলোকিত করো ভূবন তোমার আলোতে,
শুভ জন্মদিনের শুভেচ্ছা রইলো প্রিয়ে।