প্রিয়তমা,
ইচ্ছে ছিলো তোমায় নিয়ে,
রোজ রাতে একটি করে কবিতা লিখবো,
এলোমেলো অগোছালো কবিতা।
মধ্য রাতে ভয়ে ভয়ে,
তোমার গভীর ঘুম ভাঙ্গিয়ে,
বাজখাঁই গলায়,
আবৃত্তি করে তোমায় শোনাবো।


তুমি ভীষণ রেগে গিয়ে,
অনেক বকবে।
এখনো কেন ঘুমাওনি?
রোজ বলতে ভালো লাগে না।
শুনবো না তোমার কবিতা।
তুমি জানোনা,
আমার এসব ভালো লাগেনা।


আমি বলবো,
এটাই লাস্ট।
দেখ কাল থেকে আর লিখবো না,
আর বিরক্ত করবো না,
প্লিজ শোনো না।
তুমি চোখ বুজে বলবে,
শুনছি বলো,
তুমি বলে যাও।
আমি বলা শুরু করবো,
তুমি যাবে ঘুমিয়ে।
হাল্কা নাড়া দিয়ে,
দেখবো তোমায়।
তোমার কপালে আলতো চুমু দিয়ে,
একটুখানি মন খারাপ নিয়ে,
শুয়ে পড়বো তোমার পাশে।


সকাল হলেই,
শুরু হবে তোমার গিন্নিপনা।
কানটা টেনে বলবে,
ওঠো, অনেক বেলা হলো।
দেবনা সাড়া,
কানের কাছে মুখ এনে বলবে,
কালকের কবিতাটা দারুণ হয়েছিল।
থ্যাংকস, আমার পাগল।


ইচ্ছে গুলো ইচ্ছেই থাকুক,
কবিতাগুলি না হয় স্বপ্নেই বাঁচুক।