দুরন্ত মহামারীর মত,
এসেছিলে কোন একদিন।
ভাবিনি তোমার এত ধংস সাধন ক্ষমতা।।
হাজার হাজার মৃত্যুর মিছিলে,
আজ হাহাকার করছে হৃদয়।।


ভালোবাসা বলব নাকি করুনা!
অবশ্য করুনাই করেছিলে,
দূর্দমনীয় মহামারী করুনা।
তাই হয়তো একদিন বেঁধেছিলে ঘর,
আমার জর্জরিত মনের ভিতর।


আজ অবশ্য এই বাসা,
তোমার আর ভালোলাগে না।।
কিন্তু জানো প্রিয়তমা,
তুমি এমন ছিন্ন বিচ্ছিন্ন করে রেখেছ আমায়,
যে ছেড়ে গেলেও বাঁচি না,
ধরে রাখলেও না।।


চারিদিকে হৃদয় পোড়া গন্ধ,
কোথাও প্রেমিকের হাহাকার।
কোথাওবা প্রেমিকার।
চলো এই ভালো।
প্রেমিকা বিয়োগ....


একদিন দেখা হবে,
মহামারী শেষে।
হিসেব নিকেশও হবে।
তুমি সেদিন দেখো,
আর হাহাকার শুনো।
বুক ফাটা প্রেমিকের।


অবশ্য তোমার কি?
তুমি তো দুসাহসীনি।
শুধু বাসস্থান বদলাতে জানো।
এহৃদয় ভেঙে অন্য হৃদয়ে।


কি আর করা যাবে,
সাধ্য কি।
আমার যে ক্ষমতা নেই।
কাঁচা মাংসের মন,
তোমার কাদামাটি খেলায়,
ধুয়ে সমুদ্রে মিলিয়ে গেছে।।


আমার অস্থির কাছে,
একটি বার সময় করে যেও।
সব মুছে গেলেও,
তোমার ছবি কিন্তু থাকবেই।।