প্রিয় মেঘ,


দারুণ ভয় হচ্ছে আমার,
জানিনা কি যে হবে!
তোমাকে নিয়ে একটা উপন্যাস
লিখতে শুরু করেছি।
সবে একটা পর্ব শেষ হয়েছে।
শেষ করতে পারবো কিনা!
তাও জানিনা।


তোমাকে নিয়ে দেখা স্বপ্নটা,
এখনো অনেক কাঁচা।
অনেক দূর্বল।
অনেকটা সবে গাথা ইটের
দেওয়ালের মতো।
আমি রোজ জল ঢালি,
তোমার দিক থেকে যাতে অন্তত,
একটু মজবুত হয় ।
কোনোদিনও হবে কিনা!
তাও জানি না।


অনেক ভালোবাসি তোমায়,
তুমি তা জানো।
আর আমি এও জানি,
তোমার ভালোবাসা,
এখন একটা চারাগাছ।
দ্বিধা দন্দের....
শিকড়টা মাটিকে আকড়ে ধরতে,
শুরু করেনি এখনো।
কখনো আকড়ে ধরার সুযোগ,
পাবে কিনা!
তাও জানিনা।


জানো, আমি তোমাকে বন্য করে রেখেছি,
বন্য মানে উন্মুক্ত।
খুব করে যে তোমাকে চাই,
এটা বোঝাতে চাইনা ।
কারণ, খাচার পাখি,
আমার মোটেও ভাল্লাগে না।
তুমি বাঁধন হারা হও,
ছুট্টে বেড়াও।
আদেও পারবে কিনা!
তাও জানিনা।


যা হয় ভালোই হয়!
তাই হয়তো,
বাসোনি ভালো আমায়!
ভালোই হয়েছে,
চলে যেতে কস্ট কম হবে।
অন্তত এটুকু শান্তনা থাকবে,
আমি নেই ভেবে,
কেউ দুখি হবে।
হবে কিনা!
আমি তাও জানিনা।


তবে, কিছু দিন শোক পালন করো,
আমার জন্য কিছু শূন্যতা রেখো।
অসমাপ্ত উপন্যাসটা,
ইন্টারনেটে খুঁজে দেখো।
অপ্রকাশিত কবিতা গুলি,
তোমার মনের মাঝে খুঁজো।
তোমাকে নিয়ে দেখা স্বপ্ন গুলো,
নির্ঘুম কোনো শেষ রাতে হাতড়ে দেখো।।


হারিয়ে গেলেও আমি,
থেকে যাবো,
আমার নাথাকা জুড়ে।
তোমার অদৃশ্য কালিতে লেখা,
ডাইরির পাতায়।
হয়তো বা বাস্তবের,
কঠোরতায়।
জানি না,
আমি কিচ্ছু জানিনা।


শুধু জানি
সুখী হবে তুমি।
অনেক সুখী.....


খুব ভালো থেকো প্রিয়।