মানুষ যায় হারিয়ে ,
ভালোবাসার বুকে পা মারিয়ে ,
কিন্তু তার বিজড়িত স্মৃতি আমরা দিতে পারি না তাড়িয়ে ।


তার কথা পড়ে মনে ,
যখন বসি আঁধার কোনে ,
নয়ন ঝরায় নোনাজলের বন্যা মুখ লুকিয়ে গোপনে ।


তাই তো আমি ভাবি , কিসেরই বা আমার এ দাবি ,
এই জগতে একাই আসবি আর একাই চলে যাবি ।


আকাশে দেখি ঝলমলে সব তারা ,
খুঁজি হারিয়ে যাওয়া চেনা চেহারা ,
দেখতে পাই না আমি তাদের, মেঘেরা তাদের দিচ্ছে পাহারা ।


বয়ে যাওয়া বাতাস গায়ে ঠাণ্ডা লাগায় ,
তোমার স্মৃতি আমায় সারারাত জাগায় ,
তোমায় ছাড়া আমি ও আমার জীবন দুজনই যে খুব অসহায় ।


তাই তো আমি ভাবি , কার সাথই বা পাবি ,
এই জগতে একাই আসবি আর একাই চলে যাবি ।।