আস্তে আস্তে এই জীবন চলুক ,
হাসতে হাসতে লোকে কথা বলুক ।
ভিড়ে ভিড়ে লোকে একটু হাঁটুক ,
ধীরে ধীরে লোকে একটু খাটুক ।
ঘেমে ঘেমে শরীরের শুধু ক্ষয় ,
থেমে থেমে যেন সব কাজ হয় ।
জোরে জোরে কেউ যেন কথা নাই কয় ,
ভোরে ভোরে কেউ যেন শুয়ে নাই রয় ।
তাড়াতাড়ি তাড়াতাড়ি যেন নাই ছোটে ,
হুড়োহুড়ি হুড়োহুড়ি হোক নাই মোটে ।
ধীরে ধীরে বাগানে ফুল যেমন ফোটে ,
চীরে চীরে দেওয়াল বটগাছ যেমন ওঠে ।
একদিন বা একরাতে হয় না কেউ বড়ো ,
তাহলে কেন এত হুড়োহুড়ি করো ?
ধীরে সুস্থে আনন্দে করো আজকের কাজ ,
ভবিষ্যতে ঠিক পাওয়া যাবে সাফল্যের তাজ ।।