বাবা মা শুধু ঝগড়া করে বিরক্ত করে আমায় ,
ফলে তাদের প্রতি আমার ভালোবাসা হারায় ।
ঝরাই কত চোখের জল , করি কত ছল কৌশল ,
যাতে তাদের মধ্যে অশান্তি বন্ধ করতে পারি ,
কিন্তু তাতে তারা জেতে আর আমি হারি ।


বাবা মা হল স্বার্থপর , তারা অশান্তির আগুণ জ্বেলে ,
নিজেদের সন্তানের মনের সাথে নির্মম খেলা খেলে ।
একে অপরকে বলে কটু কথা , দেয় সন্তানকে মনে খুব ব্যথা ,
তারা একে অপরের বিরুদ্ধে ঝগড়ায় পেতে চায় জয় ,
কিন্তু জানে না যেই জিতুক , সন্তানের-ই হার হয় ।


আজকে তোমরা যা শেখাবে আমরা তাই শিখব ,
ভবিষ্যতের জীবনের খাতায় কর্মে তাই লিখব ।
বাবা-মা’র অশান্তি দেখে , ছেলে মেয়েরা তাই শেখে ,
ফলে তারাও ভবিষ্যতে নিজেদের অশান্তির ঝড়ে ,
নিজেদের নিষ্পাপ ছেলেমেয়েদের জীবন নষ্ট করে ।।